মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

কেএনএফ-সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজন গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, রবিবার (২৬ মে) বিকালে রোয়াংছড়ি সদর থেকে জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) ও লাল রাম লিয়ান বমকে (৩৮) গ্রেফতার করে বান্দরবান সদর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। গতকাল দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি জানান, কেএনএফ-সংশ্লিষ্টতায় ২৫ নারীসহ এ পর্যন্ত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানার এজলাসে আসামিদের তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, রুমা থানার ১৩ মামলায় ৭৭, থানচি থানার চার মামলায় ১০ ও রোয়াংছড়ি থানার তিন মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বান্দরবান সদর থানার এক মামলায় এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর