শিরোনাম
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

সরকারি টাকায় ব্যবসায়ীর বাড়িতে গণশৌচাগার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সরকারি অর্থায়নে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। উপজেলার হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিস্তার চরাঞ্চল পল্লীমারী বাজারে পাবলিক প্লেসে টয়লেট নির্মাণের কথা থাকলেও একই গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে তা নির্মাণ করা হয়েছে। ওই বাড়ির গেট বন্ধ থাকায় বাজারের ব্যবসায়ী এবং ক্রেতারা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী বলেন, এডিপির বরাদ্দে পল্লীমারী বাজারে পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্প প্রস্তাবকারী ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। তারই বড় ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লীমারী বাজারে পাবলিক টয়লেট নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করে দিয়েছেন, সেখানেই নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে। এডিপির অর্থায়নে প্রকল্প নির্ধারণ ও অনুমোদনে উপজেলা প্রকৌশলীর কোনো ক্ষমতা নেই। তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী কথা দিয়েছিলেন টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দিবেন। কিন্তু তিনি তা করেননি। তাকে গতকাল নোটিস দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য বলা হয়েছে। জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা পরিষদ পল্লীমারী বাজারে পাবলিক টয়লেট নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দরপত্র আহ্বান করে এবং ঠিকাদারের মাধ্যমে নলকূপ ও পানির পাম্পসহ দুই কক্ষবিশিষ্ট পাবলিক টয়লেটের নির্মাণকাজ বাস্তবায়ন করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর