মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

তুচ্ছ ঘটনায় রাবির হলে ভাঙচুর

রাবি প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রাধ্যক্ষকেও অপদস্তের অভিযোগ উঠেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঝামেলার কথা জেনে আমি সেখানে গেলে আমাকে হলে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্রলীগসহ শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করছিল। তখন ছাত্রলীগ নেতা তৌহিদ, ইমরান, মাসুদসহ তাদের অনুসারীরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। ফলে চলে এসেছি।  অভিযোগের ব্যাপারে ছাত্রলীগ নেতা তৌহিদ বলেন, আজকের ঘটনায় আমি সম্পৃক্ত নই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর