মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

বর্ষণমুখর দিনে শিল্পকলায় ধ্রুপদী সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক

ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্ষণমুখর রাজধানী। এরপরও থেমে ছিল না শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলমান শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। গতকাল ছিল উৎসবের দ্বিতীয় দিন। এদিনের আসরের শুরুতেই দলীয়ভাবে মণিপুরী নৃত্য পরিবেশন করেন নাচের দল দীক্ষা। এরপর দলীয় ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল। পর্যায়ক্রমে একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন এবং ড. শেখর মণ্ডল। ধারাবাহিক পরিবেশনায় পরের উপস্থাপনা একক নৃত্য, ভরতনাট্যম পরিবেশন করেন অমিত চৌধুরী, প্রান্তিক দেব, একক নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব, কত্থক নৃত্য পরিবেশন করে স্নাতা শাহরীন। একক সংগীত পরিবেশন করেন শেখ জসীম এবং সাইফুল তানকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর