বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

৪ লাখ গাছ কাটার পর নতুন করে বনায়নে ভাটা

তিস্তা সেচ খাল সংস্কার

নজরুল মৃধা, রংপুর

তিস্তা সেচ ক্যানেল সংস্কারের জন্য খালের উভয় পাশে সামাজিক বনায়নের প্রায় ৪ লাখ গাছ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছের বদলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হলেও তা এখন চলছে ধীরগতিতে। পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ বলছে, নতুন করে গাছ লাগানো শুরু হয়েছে। তবে এ পর্যন্ত কত গাছ লাগানো হয়েছে, দুই দফতরের কেউ বলতে পারেননি। উন্নয়নের নামে গাছ কাটায় প্রকৃতি হুমকির মুখে পড়ছে।

জানা গেছে, তিস্তা নদীর পানি কৃষি ক্ষেত্রে ব্যবহারের জন্য রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, নীলফামারী, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুরসহ ১২ উপজেলায় সেচ খাল খনন করা হয়। রংপুর বন বিভাগের রেঞ্জ অফিসার মো. মোশাররফ হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে নতুন গাছ লাগানো হচ্ছে। তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী মো. আসাফাউদদৌল্লা বলেন, তিস্তা সেচ ক্যানেল সংস্কারের জন্য গাছ কাটা হয়েছে। নতুন করে গাছ লাগানোর কার্যক্রমও শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর