বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

টেক্সটাইল শিল্পের মান নিশ্চয়তায় ডিজিটাল প্ল্যাটফরম

নিজস্ব প্রতিবেদক

টেক্সটাইল শিল্পের গুণগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফরম ‘আইকেয়ার’ চালু করেছে ইন্টারটেক। এই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে পোশাক খাত সংশ্লিষ্টদের ল্যাব টেস্টের প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করে দেবে। বিশ্বব্যাপী শিল্প খাতে টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফরম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ইন্টারটেক আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ দাস, ইন্টারটেক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেয়ামুল হাসান, ইন্টারটেকের সিনিয়র ইনোভেশন পরিচালক শেলি লো প্রমুখ উপস্থিত ছিলেন। আইকেয়ারে বিশ্বব্যাপী গ্রাহকদের টেস্টের অনুরোধ জমা দিতে এবং টেস্টের রিপোর্ট ও বিশ্লেষণ অনলাইনে দেখতে এবং অভ্যন্তরীণ বিশেষজ্ঞ দলের সঙ্গে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে যুক্ত হতে পারবে, যা স্যাম্পল এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে অধিকতর স্বচ্ছতা প্রদান করে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টেক্সটাইল শিল্পের ভূমিকা অপরিসীম। এ প্রেক্ষাপটে আইকেয়ার বাংলা প্ল্যাটফরম চালু করার মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারকদের সহজেই উচ্চমানের কোয়ালিটি অর্জনে সহায়তা করার জন্য ইন্টারটেক দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর