বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

এলবার্ট পি কস্টার বক্তব্য প্রত্যাখ্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক

স্বঘোষিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। গতকাল সংগঠনের দফতর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘২৩ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বঘোষিত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। বিএনপি-জামায়াতের মদদপুষ্ট এলবার্ট পি কস্টা বিগত সময়েও সমাজে নানা ধরনের বিভক্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছেন। এখনো তিনি তা অব্যাহত রেখেছেন। ২০০২ সালে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কাউন্সিল অধিবেশনে কোনো শাখা সংগঠনের কাউন্সিলর হতে না পেরে তিনি স্বঘোষিত খ্রিস্টান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। সমাজের কোনো কাজ তিনি করেন না, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই তার একমাত্র লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর