বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি রোধে সর্বোচ্চ গুরুত্ব বাজেটে

-অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার-বীজ ইত্যাদিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এবং সেচের জন্য বিদ্যুতেও গুরুত্ব দেওয়া হয়। খাদ্য সহায়তার জন্য শেখ হাসিনার সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

 প্রস্তাবিত বাজেটে খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াসিকা আয়শা খান বলেন, কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার, বীজ ও সেচের বিদ্যুতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়। খাদ্য নিরাপত্তার জন্য বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতিতে বিশ্বে রোল মডেল। তারপরও ঘূর্ণিঝড় রিমালে দেশের দক্ষিণাঞ্চলের যেসব কৃষক ও উদ্যোক্তার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নেবে। আগামী বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকের জন্য আগে থেকেই বরাদ্দ করা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ কোনো শর্ত দিচ্ছে তা বলব না। অর্থনীতিকে টেকসই করতে বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতির সমস্যা আছে সেগুলো থেকে বাংলাদেশ বাইরে নয়। সেই সমস্যাগুলো নিরসনে প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর