বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

রাবি ছাত্রলীগের তিন সদস্যকে বহিষ্কারের সুপারিশ

মধ্যরাতে সংঘর্ষ

রাবি প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা প্রহরী ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠলে তদন্ত করে হল প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি। এ ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির এক সদস্য তথ্যটি নিশ্চিত করেছেন।

ওই সদস্য বলেন, সিসি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে হল প্রশাসনকে হুমকি, নিরাপত্তা প্রহরী ও শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফলে হলের আবাসিক ছাত্র আতিকুর রহমান, তার সহযোগী শামসুল আরিফিন খান সানি ও আজিজুল হক আকাশসহ অজ্ঞাত কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। .জানা গেছে, ১১ মে রাতে শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ ও সহসভাপতি আতিকুর রহমানের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ ঘটে। এ ঘটনা কেন্দ্র করে ওইদিন সকালে হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান, সহযোগী শামসুল আরিফিন খান সানি ও আজিজুল হক আকাশসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হলের প্রহরী মনিরুলকে মারধরের অভিযোগ ওঠে। সেদিন আতিক ও তার অন্য সহযোগীদের বিরুদ্ধে সবুজ বিশ্বাসকে মারধরের আরেকটি অভিযোগ ওঠে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ১১ ও ১৩ মে মধ্যরাতে হলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে হল প্রশাসনকে হুমকি, ছাত্র ও নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ তদন্ত করা হয়। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। ফলে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে জেনেছি। তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

সর্বশেষ খবর