শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

ডিএসসিসির জন্মসনদ কাজে আসছে না

ভোগান্তিতে ৬৮ হাজার সনদগ্রহীতা

হাসান ইমন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্ভারে জন্মনিবন্ধন করেছেন ৬৮ হাজার ৭৭৯ জন। এই জন্মসনদ কোনো কাজে আসছে না। জমা নিচ্ছে না কোনো সংস্থা। কারণ তাদের সার্ভারের সঙ্গে সরকারের কেন্দ্রীয় জন্মনিবন্ধন সার্ভারের কোনো সংযুক্তি নেই। এতে ডিএসসিসির দেওয়া জন্মসনদ কোথাও পাওয়া যাচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কাজে জন্মসনদ করা ব্যক্তিরা। জন্মনিবন্ধন নগরবাসীর ভোগান্তি নিয়ে নানা সমালোচনার মুখে ২০২৩ সালের মে থেকে জন্মনিবন্ধন বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কারণ কেন্দ্রীয় সার্ভার প্রায় বন্ধ থাকে এবং মাঝে মধ্যে সার্ভার জটিলতা দেখা দিত। একই সঙ্গে জন্মনিবন্ধন সনদ ইস্যুতে সংস্থাটির যে ব্যয় হয়, তার বিপরীতে সরকার থেকে কোনো অর্থ সংস্থাটি পেত না। এই নিয়ে দফায় দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৈঠক হয়। মন্ত্রণালয় ডিএসসিসিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেয়। তখন ডিএসসিসি বলে, কেন্দ্রীয় সার্ভার ডাউন থাকার কারণে জন্মসনদ পেতে ভোগান্তি পোহায় নগরবাসী। এ জন্য ডিএসসিসি পৃথক সার্ভার তৈরি করে জন্মসনদ ইস্যু করবে। এরপর গত ৪ অক্টোবর নিজস্ব সার্ভার চালু করে সংস্থাটি। গত ২৬ মে পর্যন্ত ডিএসসিসি নিজস্ব সার্ভারের মাধ্যমে জন্ম ও মৃত্যুর প্রায় ৭০ হাজার সনদ দিয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ৭৭৯টি জন্মসনদ এবং ১ হাজার ৮৭টি মৃত্যুসনদ। কিন্তু এসব জন্মমৃত্যু সনদ সরকারি কোনো সংস্থাই গ্রহণ করছে না। তার পরও ডিএসসিসি এই সার্ভারের মাধ্যমে সনদ ইস্যু করে যাচ্ছে। এসব জন্মসনদ নেওয়ার পর যখন কোনো কাজ হচ্ছে না তখন ভুক্তভোগীরা ডিএসসিসির দ্বারস্থ হচ্ছে। ভুক্তভোগীদের জানানো হচ্ছে, শিগগির কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।

কেন ডিএসসিসির জন্মসনদে পাসপোর্ট হচ্ছে না : কেন্দ্রীয়ভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য জমা হয় ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন’ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় তথ্যভান্ডারে। নিবন্ধন নম্বরের মাধ্যমে এ-সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য এ কার্যালয়ের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তঃযোগাযোগের সমঝোতা স্মারক (এমওইউ) আছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকা সার্ভারের সঙ্গে ডিএসএসসির নিজস্ব সার্ভারের আন্তসংযোগ নেই। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয় সার্ভারের নানা সমস্যা থাকায় নাগরিকরা যখন জন্মনিবন্ধন করতে পারছিল না তখনই ডিএসসিসি নতুন সার্ভার তৈরি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর