শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

সংসদীয় কমিটির সভায় তথ্য ৩ লাখ ৭০ হাজার পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক

সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার প্রেক্ষিতে দ্রুত এসব শূন্য পদগুলো পূরণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। এ ছাড়া আন্তমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড) সেসব শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ড. বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে এবং ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্যপদগুলো পূরণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর