শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

ভিসা হয়নি ২৯২ হজযাত্রীর ৯ এজেন্সিকে তলব

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে হজযাত্রা শুরু হলেও এখনো ৯টি হজ এজেন্সির ২৯২ জন হজযাত্রীর ভিসা চূড়ান্ত হয়নি। এ জন্য এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল এসব এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৭৫, গ্লোবাল ভিশন ট্রাভেলসের ৪৯, খিদমাহ ওভারসিসের ৪২, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনালের ৩৫, দেশ ভ্রমণ (প্রাইভেট) লিমিটেডের ৩২, মোবাশ্বিরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১, হলি দারুন নাজাত ওভারসিসের ১৬, মেসার্স সালসাবিল এভিয়েশনের ১১ এবং নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন হজযাত্রীর এখনো ভিসা হয়নি। চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করলেও ৯টি হজ এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা ইস্যু এখন পর্যন্ত সম্পন্ন করেনি। ফলে এসব এজেন্সির হজযাত্রীরা হজে যেতে না পারলে বর্ণিত এজেন্সিগুলোকে দায়ভার নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন না করার বিষয়ে মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশনার পাশাপাশি গতকালই ভিসা সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন গতকাল জানিয়েছেন, ভোরের ৩টি ফ্লাইটসহ ১৩৩টি ফ্লাইটে এখন পর্যন্ত ৫২,২৩৯ জন সৌদি আরব গমন করেছেন। এ পর্যন্ত আটজন হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর