শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিন বড় দরপতনের পর গতকাল সপ্তাহের শেষ দিনের লেনদেনে শেয়ারবাজারে উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে  লেনদেনের পরিমাণ। লেনদেন ৩০০ কোটি টাকার ঘরেই রয়েছে। তবে একদিন উত্থান হলেও সপ্তাহের পাঁচদিনের লেনদেনে তিনদিন সূচক কমেছে ১৪৪ পয়েন্ট। দুইদিন বেড়েছে ৮৩ পয়েন্ট। সপ্তাহ শেষে ডিএসইতে সূচক হারিয়েছে ৬২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  বেশিরভাগের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১২৬টি প্রতিষ্ঠানের। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫১ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮১ লাখ টাকা। টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১০  কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭ কোটি ৮৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর