শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

মহাসড়কের পাশে পশুর হাট না বসাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কের ওপর বা পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যমতে, মহাসড়কের পাশে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে। মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার এসব পশুর হাট না বসাতে নির্দেশ নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংস্থাগুলোকে বিষয়টি বাস্তবায়ন করতে বলা হয়। রাজধানীর বিআরটিএ ভবনে গতকাল ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠক হয়। বৈঠকে আলোচনা হয়- মহাসড়কের পাশে সবচেয়ে বেশি ৩০টি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায়। এরপর কক্সবাজার জেলায় বসে ২৩টি। বৈঠকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি মহাসড়ক, করিডোরগুলোর মেরামত-সংস্কার আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহায় সড়কে পশুবাহী গাড়ির চাপ থাকে, যা রোজার ঈদে থাকে না। পশুবাহী গাড়ি ও পশুরহাট নিয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। গাজীপুরে বিআরটিএ প্রকল্পে আগে যানজট ছিল, এখন নেই। ঈদযাত্রায় বিশেষ করে সমস্যা দেখা দেয় গার্মেন্টে ছুটির দিন। বিশেষত চন্দ্রায়। তিনি বলেন, হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটতে থাকে। গাড়ি প্রয়োজনের তুলনায় কম থাকে। সেখানে বিআরটিসি গাড়ি রাখতে হবে। শ্রমিকদের বাড়ি যাওয়ার একটা অস্থিরতা থাকে। সেটা সামাল দিতে হবে প্রয়োজনীয় গাড়ি সরবরাহ করে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পশুবাহী গাড়ি তো ধীরগতিতে চলবে। তবে গাড়ির যেন ফিটনেস থাকে। প্রথম কথা ফিটনেস। ঢাকা শহরের লক্কড়ঝক্কড় গাড়ি। রং দিয়ে কী করবেন। বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাস মালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল! পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। রাস্তায় এত ভিজিট করার পরও!

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নুর মোহাম্মদ মজুমদারসহ সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর