শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নতুন অত্যাচারের শামিল : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান দুর্মূল্যের বাজারে ঢাকা ওয়াসা পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত মানুষের ওপর নতুন অত্যাচারের শামিল। জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ যখন বিপর্যস্ত তখন ওয়াসা বোর্ডকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারী পন্থায় একলাফে ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর মতো। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, জনদুর্ভোগের বিষয় বিবেচনায় না নিয়ে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিস্ময়করভাবে এই সরকারের ১৬ বছরে ১৬ বার পানির দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ সেবার মান বাড়েনি। টাকা গুনেও মানুষ উপযুক্ত সেবা থেকে বঞ্চিত। তিনি বলেন, ওয়াসার ভুল সিদ্ধান্ত, সীমাহীন চুরি, দুর্নীতি, সিস্টেম লস ও অব্যবস্থার দায় মানুষ কেন বহন করবে, মানুষ কেন শাস্তি পাবে! বহু বছর ধরে ওয়াসা শ্বেতহস্তী পালন করে আসছে।

 এদের পিছনে অপ্রয়োজনীয়ভাবে শত শত কোটি টাকা অপচয় করা হচ্ছে। ওয়াসা অস্বচ্ছ প্রক্রিয়ায় যে ঋণ করেছে তার দায়ও চাপানো হচ্ছে গ্রাহকদের ওপর। ভোক্তারা কোনো ভাবেই এর দায় নিতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর