শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

বই পড়া কর্মসূচিতে সাড়ে ৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বই পড়া কর্মসূচিতে ২০২৩ শিক্ষাবর্ষে খুলনা নগরীর ৪৯টি স্কুলের প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতিত্ব অর্জন করায় ৩ হাজার ১২৬ শিক্ষার্থীকে গতকাল পুরস্কার প্রদান করা হয়। বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অলোক কুমার মৈত্র, গ্রামীণফোনের খুলনা রিজিওনাল হেড বুশরা মেহরিন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর