রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

নৌবাহিনী সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা রাখছে

-নৌবাহিনী প্রধান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নৌবাহিনী সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা রাখছে

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান গতকাল নবীন নাবিক এ/২০২৪ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে সেরা চৌকশ নাবিক হিসেবে মো. সাইফুর রহমান সাইফকে নৌপ্রধান পদক প্রদান করেন -আইএসপিআর

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সমুদ্রসম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী ও খুলনা শিপইয়ার্ডের পেট্রল ক্র্যাফট ও লার্জ প্যাট্রোল ক্র্যাফট নির্মাণে সক্ষমতা অর্জন করেছে। নৌবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে। গতকাল সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নবীন নাবিকরা দেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। নৌবাহিনী প্রধান বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন। মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারসহ পটুয়াখালী, বরিশাল, খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক, অসামরিক কর্মকর্তাবৃন্দ, নবীন নাবিকদের অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর