রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়াকান্ডে দোষীদের শাস্তি দাবি গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

ভিসা পেয়েও ৩১ মের মধ্যে প্রায় ৩১ হাজার কর্মী যেতে না পারায় মালয়েশিয়াকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। গতকাল রাজধানীর পল্টনে ভাসানী পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পেয়েও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইছমাইলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর