রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ দুর্বৃত্ত তৈরির কারখানা : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে দুর্বৃত্ত তৈরির কারখানা।’ তার উদাহরণ হলো- সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদ। এ ছাড়াও রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শিক্ষাঙ্গন, প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব ক্ষেত্রেই তারা দুর্বৃত্তায়ন এবং লুটেরা-দানব তৈরি করেছে। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে নাগরিক ঐক্যের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য রাখেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর