রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

রূপগঞ্জে কিশোর গ্যাং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অপরাধের আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে এক মামলায় ইয়ামিন বাদী হয়ে আকবর, বাদশা, শ্রাবণ, রুবেলসহ ২৮ জনকে আসামি করেছেন। অপর মামলায় সেলিনা বেগম বাদী হয়ে বকুল ভুইয়া, মনছুর আলী, শিমুলসহ ২১ জনকে আসামি করেছেন। এ ঘটনায় ইকন নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইকন তারাব দক্ষিণপাড়ার আয়নালের ছেলে। এ ঘটনায় পুলিশ হৃদয় খান (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব বাজার এলাকায় দুই কিশোর গ্যাং সদস্যের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ পর্যন্ত আমরা দুজনকে গ্রেফতার করেছি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর