সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ইবি রেজিস্ট্রারের ভিডিও কল ভাইরাল, বিচার চান শিক্ষকরা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের চেহারাসদৃশ একটি নগ্ন ভিডিও কল ভাইরাল হয়েছে। গত শনিবার ‘ইবির ত্রাস’ নামক ফেসবুক আইডি থেকে এ-সম্পর্কিত একটি পোস্ট করা হয়। ওই পোস্টে ভিডিও কলের স্ক্রিনরেকর্ড সংবলিত একটি ভিডিও সংযুক্ত করা হয়। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এ ভিডিওতে একদিকে রেজিস্ট্রার এবং অন্যদিকে অজ্ঞাত এক নারীকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। এনিয়ে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিষয়টি যাচাইবাছাই করে তার শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। তবে ভিডিওটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এডিট করা হয়েছে বলে দাবি রেজিস্ট্রারের। রেজিস্ট্রারের বিভিন্ন সময়ে লেনদেন সংক্রান্ত অডিওর বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সর্বশেষ নগ্ন ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও তাকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শিক্ষক সমিতি।

গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ সিদ্ধান্ত হয়। তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, একটি কুচক্রী মহলের চক্রান্ত এটি। ভিডিওটিতে আমার মাথা কেটে লাগানো হয়েছে। আমি এক্সপার্ট অনেকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা এআই ব্যবহার করে এডিট করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাকে সরাসরি অভিযোগ করুক। সত্যতা পেলে আমি ব্যবস্থা নেব। এসব অডিও-ভিডিও আমলে নেওয়া যায় না।

সর্বশেষ খবর