সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

পরশুরামে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ইতিহাস হয়ে থাকবে

-আলাউদ্দিন নাসিম

ফেনী প্রতিনিধি

পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ক্ষমতা হস্তান্তরের এ ঘটনা ইতিহাস হয়ে থাকবে। তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর উপজেলা পরিষদ থেকে বিদায় নিচ্ছেন আমার ছোট ভাই কামাল উদ্দিন মজুমদার। আর নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করছেন আমাদের নেতা দীর্ঘদিনের পরীক্ষিত নির্যাতিত রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভাই। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা এতে সভাপতিত্ব  করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের পরিচালনায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন খান, উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার হরি কমল মজুমদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, মির্জানগর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো।

 

সর্বশেষ খবর