শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

নগরবাসীর মোট আয়ের ১৫ শতাংশ ব্যয় হয় জ্বালানি খরচে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ৬৪ শতাংশ মানুষ দরিদ্র পরিবারের। রান্না ও বিদ্যুৎ বাবদ প্রতি মাসে গড়ে একটি পরিবার ২ হাজার ৩৮৯ টাকা খরচ করে। অর্থাৎ মোট আয়ের ১৫ শতাংশ ব্যয় হয় জ্বালানি খরচে। গত দুই বছরে ৮ শতাংশ পরিবারে রান্নার কারণে যে দুর্ঘটনা ঘটেছে এর ৫৪ শতাংশ লাকড়ির চুলা থেকে। রান্নার ধোঁয়ার কারণে গত ছয় মাসের মধ্যে ২২ শতাংশ পরিবারের সদস্যদের গুরুতর কাশির সমস্যা হয়েছে। গতকাল রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টারের কনফারেন্স হলে ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে চ্যালেঞ্জ : প্রেক্ষিত ঢাকা মহানগরী’ শীর্ষক এক জাতীয় সংলাপে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয় ঢাকার দরিদ্র পরিবারগুলোতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে আগ্রহের অভাব রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নগর দরিদ্রদের জন্য রাজউকের কোনো পরিকল্পনা নেই। নগর নীতিমালা তৈরি হয়েছে কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই। নগর নীতিমালাতে নগর দরিদ্রদের জ্বালানিসহ অন্যান্য অধিকার বিষয় বলা হয়েছে। এ জন্য একে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

সর্বশেষ খবর