বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন কমেছে লেনদেন

দরপতনের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে। গতকাল আবারও ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। একই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার। ফলে মূল্যসূচকেরও পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সিএসইতেও কমেছে মূল্যসূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইর দাম বাড়ার চেয়ে কমার তালিকায় স্থান করে নেয় প্রায় তিনগুণ বেশি প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমেছে ২৪৭ প্রতিষ্ঠানের। বেড়েছে ৯৮ আর ৫২টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২৪ পয়েন্টে নেমে গেছে। দিনভর লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে ৫৯৩ কোটি ৩ লাখ টাকা লেনদেন হয়। সে হিসাবে লেনদেন কমেছে ২১১ কোটি ৬৯ লাখ টাকা। টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকার। ১১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে ফরচুন সুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৯ প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৩ কোটি ৭৫ লাখ টাকা।

 

সর্বশেষ খবর