বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ০০:০০ টা

সদর দক্ষিণের পর নাঙ্গলকোটেও তৃতীয় লোটাস কামালের প্রার্থী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পর নাঙ্গলকোট উপজেলা নির্বাচনেও তৃতীয় হয়েছেন সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা-১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়া। গতকাল নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই উপজেলার ১১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে জানা যায়, সব কয়টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন দোয়াত-কলম মার্কার প্রার্থী নাজমুল হাসান বাছির ভূঁইয়া। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ মার্কার মাজহারুল ইসলাম ছুপু। তিনি পেয়েছেন ৩৭ হাজার ১১২ ভোট। তৃতীয় হয়েছেন আনারস মার্কার লোটাস কামালের প্রার্থী মো. ইউসুফ ভূঁইয়া। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭০১ ভোট। মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ১০৮টি। ভোটের শতকরা হার ৩৪ দশমিক ৫৮ শতাংশ।

উল্লেখ্য, ২১ মে সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লোটাস কামালের ভাই তিনবারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রাপ্ত ভোটে তৃতীয় হয়েছেন।

সর্বশেষ খবর