শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রতিরক্ষা খাতে বাড়ল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৪ হাজার ২১২ কোটি টাকা বেশি। মূল বাজেটের আকার বিবেচনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয় ৫.৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪.৩ শতাংশ। প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ১৪ কোটি টাকার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসে ৪০ হাজার ৮২ কোটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসে ১ হাজার ৮৮৬ কোটি ও সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ খবর