শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কমেছে ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের আর ১১ দিন বাকি। ঈদকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। মুরগির মাংসের দাম কমলেও বেড়ে চলেছে আলু, পিঁয়াজ, রসুনের দাম। এ ছাড়া কাঁচা মরিচ এখনো ২০০ টাকার ওপরেই বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, বাজারে আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। মানভেদে বিভিন্ন পিঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। গত এক সপ্তাহে আলু-পিঁয়াজের দাম কেজিতে কমপক্ষে ১০ টাকা করে বেড়েছে। নতুন দেশি রসুন ২২০-২৩০, চায়না রসুন ২২০-২৪০, চায়না আদা ২৬০, ভারতীয় আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার করতে আসা ক্রেতা মাহমুদ আলী বলেন, রসুনের দাম মনে হচ্ছে প্রতি সপ্তাহে ২০ টাকা করে বাড়ছে। আর হুট করেই আরও বেড়ে গেল আলু-পিঁয়াজের দামও।

 আলু-পিঁয়াজ বিক্রেতা মো. শরিফ উদ্দীন বলেন, কোরবানির ঈদের আগে সাধারণত আদা, রসুন, পিঁয়াজের দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। এবার আলুর দাম আগে থেকেই বাড়তি। হয়তো আরও বেড়ে যাবে। সবজির বাজারে কচুরমুখি ১০০-১২০, শজিনা ১২০, কাঁচা মরিচ ২০০, ধনেপাতা ২৫০, টমেটো ৮০-১০০, দেশি গাজর ৯০, চায়না গাজর ১৪০, কাঁকরোল ৮০, কচুর লতি ৮০, লম্বা বেগুন ৭০, সাদা গোল বেগুন ৭০, কালো গোল বেগুন ৭০, শসা ৬০-৮০, উচ্ছে ৬০, করলা ৬০, পেঁপে ৪০-৫০, ঢেঁড়স ৬০, পটোল ৪০-৬০, চিচিঙ্গা ৬০, ধুন্দল ৫০, ঝিঙা ৬০, বরবটি ৬০, মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৩০-৬০, চালকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা দরে, কক ৩২০-৩৩০, লেয়ার ৩৪০-৩৪৫, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৬০ টাকা কেজি দরে। বাজারে মুরগির দাম কমলেও বেড়েছে গরুর মাংস ও ডিমের দাম। গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকা কেজি দরে। মুরগির লাল ডিম ১৫০-১৫৫ টাকা এবং সাদা ডিম ১৪৫-১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

 

সর্বশেষ খবর