শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

বাজেট সাংস্কৃতিক জাগরণের অনুকূল নয় : উদীচী

সাংস্কৃতিক প্রতিবেদক

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, প্রস্তাবিত বাজেটটি সাংস্কৃতিক জাগরণের অনুকূল নয়। তারা বলেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটও আরও একবার দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এবারের বাজেটেও সংস্কৃতি খাতকে চরমভাবে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার বারবার নিজেদের সংস্কৃতিবান্ধব হিসেবে দাবি করলেও তাদের কর্মকাণ্ড, বিশেষ করে সংস্কৃতি খাতে তাদের বরাদ্দ দেখলে তার উল্টো চিত্র দেখা যায়।

সর্বশেষ খবর