শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

নরসিংদীতে ঘুসিতে ট্রেন যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ভিতর জানালার পাশে দাঁড়ানো নিয়ে তর্কের জেরে এক যাত্রীর ঘুসিতে আরেক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যাত্রী ঝুমুর কান্তি বাউল নরসিংদী শহরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে। রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত মনজুর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার হাফেজ মিয়ার ছেলে।

ট্রেন যাত্রীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে আসে।

সর্বশেষ খবর