শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

পুতুলের বিয়ে ও বিদ্যাভুতুম

সাংস্কৃতিক প্রতিবেদক

পুতুলের বিয়ে ও বিদ্যাভুতুম

গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন করল নাটক পুতুলের বিয়ে আর উদীচী শিল্পী গোষ্ঠী মঞ্চায়ন করল বিদ্যাভুতুম। গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় নাটকগুলো। এর মধ্যে পুতুলের বিয়ে নির্দেশনায় ছিলেন খন্দকার রফিক আর বিদ্যাভুতুমের নির্দেশনায় ড. রতন সিদ্দিকী। খন্দকার রফিক বলেন, আজকাল গ্রামীণ বা নগর জীবনের ছেলেমেয়েরা আমাদের ঐতিহ্যের অনেক খেলাই জানে না। বিলুপ্ত হতে চলেছে এ দেশের জনপ্রিয় অনেক খেলা। শিশুদের নিয়ে নাটক করার কথা ভাবলেই শিশুসুলভ ভাবনাগুলো খুব খেলা করে। তাই কবি কাজী নজরুল ইসলামের ‘পুতুলের বিয়ে’ নাটকটি সিলেক্ট করি। এ নাটকে শুধু ঐতিহ্যবাহী খেলাই নয়, অসাম্প্রদায়িক চেতনা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। আমরা অসাম্প্রদায়িক চেতনা মানুষের মাঝে জাগ্রত করতে চাই। কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্যাভুতুম নাটক নিয়ে নির্দেশক রতন সিদ্দিকী বলেন, এটি খুব সংক্ষিপ্ত একটি নাট্য।

আমরা লেটো পরিবেশনাকালের আবহ তৈরি করার জন্য প্রতিযোগিতামূলক বন্দনাগীত ও কাব্য রচনা করে সংযোজন করেছি। পরিবেশনাকালের সামাজিক ও রাজনৈতিক অবস্থাও তুলে ধরেছি। লেটো দলের সদস্যদের পরিবেশনাকালের আচার-আচরণও তুলে এনেছি। আমরা চেষ্টা করেছি, ১৯১০-১২ সালের শেখ চকোর দলের পরিবেশনা উপস্থাপন করতে। চুরুলিয়া গ্রাম, মক্তব, পীর পুকুরের মসজিদ, ফকির হাজি পালোয়ানের মাজার ইত্যাদিও আমরা উল্লেখ করেছি। বস্তুত আমরা লেটো ‘বিদ্যাভুতুম’-এর নবনাট্যায়ন করেছি এবং সে সময়ের পূর্ণভাব উপস্থিত করতে প্রয়াসী হয়েছি।

সর্বশেষ খবর