শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

অবশেষে খুলল সিলেটের পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে খুলল সিলেটের পর্যটন কেন্দ্র

পাহাড়ি ঢল ও বন্যার কারণে বন্ধ ঘোষণার এক সপ্তাহ পর খুলেছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। শর্তসাপেক্ষে গতকাল থেকে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিভিন্ন শর্তসাপেক্ষে পর্যটন কেন্দ্রগুলো খুলে দিয়েছে। শর্তগুলোর অন্যতম হচ্ছে- পর্যটন কেন্দ্রে কোনো পর্যটক নৌকায় চড়তে হলে তাকে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। সারা দেশের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, মায়াবী ঝরনা, রাতারগুল, বিছনাকান্দি, পাংথুমাই, সাদাপাথর ও লালাখাল অতি পরিচিত। নদীকে ঘিরেই এসব পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতিদিন এসব পর্যটন কেন্দ্রে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। কিন্তু আকস্মিক বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত ৩০ মে প্রশাসন সিলেটের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা ও দর্শনার্থী সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর