শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

গর্তে আটকা মেছো বাঘ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গর্তে আটকা মেছো বাঘ

সিলেটে পানিভর্তি গর্তে আটকা পড়া একটি মেছো বাঘ উদ্ধার করেছে জনতা। গতকাল বেলা ১১টার দিকে কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের লোভারমুখ বাজার এলাকা থেকে মেছো বাঘটি উদ্ধার করে পুলিশ ও বন কর্মকর্তারা। স্থানীয়দের ধারণা বন্যার সময় খাবার সংকটে মেছো বাঘটি জঙ্গল থেকে বের হয়ে পানিভর্তি গর্তে আটকা পড়েছিল। স্থানীয়রা জানান, গতকাল লোভারমুখ বাজারে একটি সমিলের পাশে পানিভর্তি গর্তে একটি মেছোবাঘ আটকা পড়া অবস্থায় দেখতে পান লোকজন। পরে মেছো বাঘটি উদ্ধার করে থানা পুলিশ ও বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও বন বিভাগের কর্মকর্তারা এসে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যান। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্থানীয়রা মেছো বাঘ আটক করেছে এমন খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে বন্য প্রাণীটি উদ্ধার করি। পরে বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করি। তারা বাঘটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করবেন।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর