শিরোনাম
শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বেনজীরের মতো বাজেটও বে-নজির : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বেনজীরের মতো বাজেটও বে-নজির : ফখরুল

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে ‘বে-নজির’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বে-নজির তো সবদিক দিয়েই। বেনজীর (বেনজীর আহমেদ) আমাদের পুলিশ অধিকর্তা এবং র‌্যাবের সাবেক ডিজি ছিলেন। তিনি যা ঘটিয়েছেন, তাও বে-নজির। এখন বাজেট হচ্ছে তাও বে-নজির। সাবেক সেনাপ্রধান (আজিজ আহমেদ) যা ঘটিয়েছেন, সেটাও বে-নজির। আমাদের সবকিছুই বে-নজির। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালি দল এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ আরও অনেকে বক্তব্য রাখেন। প্রস্তাবিত বাজেটের সমালোচনায় বিএনপি মহাসচিব বলেন, এই বাজেট তো কালো টাকা কী করে সাদা করা যাবে, তার বাজেট। কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে, তার বাজেট। ফখরুল বলেন, ‘এই সরকার মিথ্যার ওপর টিকে আছে। সব পরিসংখ্যান তৈরি করা, বানানো।’

দেশরক্ষায় সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মানুষকে জাগিয়ে তোলার জন্য যা করা দরকার, তাই আমাদের করতে হবে। যদি দেশকে রক্ষা করতে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর