শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজউকের কমিটি

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজউকের কমিটি

বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাট এবং অনুমোদনহীন ভবন নির্মাণ তদারকিতে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাজউকের আওতাধীন ড্যাপ এলাকায় কৃষি জমি, জলাধার, খাল ও সরকারি জমি অবৈধভাবে দখল এবং ভরাটের পাশাপাশি নিয়ন্ত্রণহীনভাবে ইমারত নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া অনুমোদিত ভবনেও সেট ব্যাক ব্যবহারের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ হচ্ছে। যা মহানগরী, বিভাগীয় ও জেলা শহর পৌর এলাকাসহ দেশের খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর ৫ ও ৬ ধারা এবং ইমারাত নির্মাণ আইন ১৯৫২ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাজউক চেয়ারম্যানের সঙ্গে জেলা প্রশাসকের সমন্বয় সভায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজউকের এলাকায় জোন-৩, জোন-৪, জোন-৫, জোন-৬, জোন-৭, জোন-৮ এর জন্য ছয় সদস্যের কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক থাকবে সংশ্লিষ্ট জোনের পরিচালক। সদস্য সচিব থাকবেন জোনের অথরাইজ অফিসার। এ ছাড়া অন্য সদস্যরা হলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন প্রতিনিধি, পুলিশ সুপার কার্যালয়ের একজন প্রতিনিধি, জোনের উপ-নগর পরিকল্পনাবিদ ও জোনের নির্বাহী প্রকৌশলী। এ কমিটি অবৈধ ভরাট ও অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে সরেজমিন পরিদর্শন করে পরামর্শ এবং উচ্ছেদ কার্যক্রম তদারকি করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর