রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

রংপুরে হত্যা-ডাকাতি ১০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বোনকে খুন করে ডাকাতির ঘটনার প্রধান আসামি জাকির হোসেনসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- আমজাদ হোসেন (৪৮), শরিফুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৪৭), নুুরুল হুদা (৪৪), মো. আশরাফুল ইসলাম (৩৩), সুজন চন্দ্র বর্মণ (৩৫), বাবু মিয়া (৪৭), মানিক মিয়া (৪৭) ও মশিউর রহমান (৫১)। তাদের মধ্যে মানিক ও মশিউর হত্যাকান্ডের শিকার মোর্শেদা বেগমের আপন ছোট ভাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, খুনসহ ডাকাতির ঘটনার তদন্ত করে ছয় দিনের মধ্যে দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রফতার করা হলে তিনজন আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তখন পর্যন্ত এ ঘটনার প্রধান আসামি পেশাদার ডাকাত জাকির হোসেন পলাতক ছিলেন। গত ৭ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে।

 

সর্বশেষ খবর