রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সোনার দাম ভরিতে কমল ১২৯৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৮৭৫ থেকে ১২৯৫ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। দাম কমেছে ১২৯৫ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১২৩৬ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১০৪৯ টাকা কমে দাম হয়েছে ৯৪ হাজার ৮১৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৮৭৫ টাকা কমে দাম হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা।

 

 

সর্বশেষ খবর