রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

নিয়ম মেনে সিনেমা চালাব কারও বাধা মানব না

প্রদর্শক সমিতির প্রত্যয়

সাংস্কৃতিক প্রতিবেদক

নিয়ম মেনে সিনেমা চালাব কারও বাধা মানব না

সারা দেশের হল মালিকদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা। গতকাল রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের হল মালিকরা উপস্থিত ছিলেন। সভায় হল মালিকরা সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণে বাংলাদেশ ব্যাংকের যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঋণ দেওয়ার কথা হয়েছিল তার অগ্রগতি না থাকার অভিযোগ, চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি সিনেমা চালাতে না দেওয়া, সিনেমা মুক্তি দিতে যে অগ্রিম রেন্টাল ফি দিতে হয় তার বিরোধিতা করেছেন। এ সময় তারা নানামুখী সংকটের কথা তুলে ধরেন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, দেশীয় চলচ্চিত্রের মান অত্যন্ত নিম্নমুখী হওয়ায় সবাই ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সিনেমা হল খোলা রেখে সবাই লোকসান গুনছেন। এর মধ্যে ভালো সিনেমাগুলো নিতে হলে অতিরিক্ত অগ্রিম রেন্টাল দিয়ে সিনেমা নিতে হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার এক হয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত। হিন্দি সিনেমা চালাতে গেলে অনেক বাধা পেতে হয়, সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা নিয়ম মেনে সিনেমা চালাব। কারও বাধা মানতে যাব না।

ভারতীয় সিনেমাগুলো আমদানি নিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয়। এমন অবস্থা তৈরি করা হলে সিনেমা হল ব্যবসা বন্ধ করে দিতে হবে। সভায় যশোরের মনিহার সিনেমা হলের প্রতিনিধি জিয়াউল হক মিঠু, গাজীপুর ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি, নিউ গুলশান সিনেমা হলের মালিক আমীর হামজা, প্রযোজক খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার     হোসেন ডিপজল, অভিনেত্রী অঞ্জনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শক সমিতির ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর