রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

হাশেম খানের চিত্রকর্মের অ্যালবাম প্রকাশ

সাংস্কৃতিক প্রতিবেদক

চিত্রশিল্পী হাশেম খানের আঁকা থেকে বাছাই করা ২২০টি ছবি নিয়ে প্রকাশ হলো একটি সুদৃশ্য অ্যালবাম। অ্যালবামটির পরিবেশক জার্নিম্যান বুকস। এইচএসবিসি ব্যাংকের আয়োজনে গতকাল জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে এই অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর এমপি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।

 বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘কবি পাবলো নেরুদা বলেছিলেন, দেশ ছায়ার মতো। হাশেম খানের কাজ যাই দেখি, সেখানে দেশের ছায়া প্রতিভাত হয়েছে।’

আসাদুজ্জামান নূর বলেন, ‘হাশেম খানের প্রথম থেকেই দেশ ও মানুষের প্রতি যে অঙ্গীকার, এটাই তার জীবনের বড় দর্শন। অনেক সংকটের মধ্যেও তাকে দেখেছি অবিচল থাকতে। তার সব শিল্পকর্মেই উঠে এসেছে সে দর্শন।

সর্বশেষ খবর