পুলিশের হাঁকডাকের মধ্যেও বন্ধ নেই গরুবোঝাই ট্রাকে চাঁদাবাজি। বিভিন্ন পয়েন্টে চলছে চাঁদাবাজি। এসব পয়েন্টে কখনো পুলিশের নাম আবার কখনো পুলিশের সোর্সের নাম ব্যবহার করা হচ্ছে। এমন চাঁদাবাজিতে অসহায় গরুবোঝাই গাড়ির চালক ও গরু ব্যাপারীরা। গরুবোঝাই প্রতিটি ট্রাক কক্সবাজার থেকে ঢাকা যেতে পথিমধ্যে চাঁদা দিতে হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। আবার উত্তরাঞ্চল থেকে চট্টগ্রামে গরু আনতে গুনতে…