সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অনুরুদ্ধ রায়, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি আরমানুল হক আরমান, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাসির হোসেন, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাস, সদস্য মো. নাইম নিয়াজ, মো. মাহফুজ মুন্না, মো. আরোশ সরকার, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ।

 

 

সর্বশেষ খবর