সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

বাজেটের কারণে দেশে ডাকাতি বেড়ে যাবে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার ফলে দেশে চুরি-ডাকাতি বেড়ে যাবে ও দুর্নীতি প্রশ্রয় পাবে। দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি রোধ ও বেকারত্ব দূরীকরণে ঘোষিত বাজেটে কোনো সমাধান নেই। এ বাজেট গতানুগতিক ও লুটপাটের। গতকাল রাজধানীর পল্টনে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বাবলু বলেন, ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, ঋণখেলাপি, কর ফাঁকি ও অর্থ পাচার রোধ করতে হবে। এ সময় পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইছমাইলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ খবর