মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা
ঢাকা দক্ষিণ সিটি

১৫ মিনিটে সেবা দিতে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগীদের ১৫ মিনিটে সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গতকাল সরকারি হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান- প্রয়োজনীয় তথ্য পেলে ১৫ মিনিটে সেবা দিতে প্রস্তুতি রয়েছে ডিএসসিসির। এ সময় তিনি স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে রোগীর সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি। এ ছাড়া ঢাকাবাসীকেও এডিস মশার প্রজননস্থল সম্পর্কিত তথ্য দিতে আহ্বান জানান তাপস। ডিএসসিসি মেয়র বলেন, মশক কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে যৌথ অভিযান চলছে। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে সেবা দিতে ডিএসসিসি প্রস্তুত আছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ডেঙ্গু মশাবাহিত ভাইরাসজনিত রোগ। অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর