মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা
ঢাকা উত্তর সিটি

উত্তরায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ আজমপুর এলাকায় রাস্তার ওপর অবৈধ ২৫টি দোকান ও ছয়টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দক্ষিণখান ও উত্তরখান এলাকার সরু রাস্তা এবং জলাবদ্ধতা প্রধান সমস্যা। এ এলাকার রাস্তা প্রশস্তকরণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ নির্মাণ প্রকল্প চলমান। কিন্তু রাস্তা প্রশস্তকরণের জন্য মানুষ জায়গা ছাড়ছে না। জলাবদ্ধতা নিরসন এবং রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতে থাকবে।’ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর