মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

৮ ঘণ্টা পর সেই ব্যক্তি উদ্ধার

মতিঝিলে প্রকাশ্যে গুলি, অপহরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ এবং প্রকাশ্যে গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার আট ঘণ্টার মধ্যেই পুলিশ অপহৃত ইলিয়াস নামের ওই ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি বাসা থেকে উদ্ধার করে। গ্রেফতাররা হলো, শরীফ উদ্দীন গাজী ও মহিউদ্দিন আহমেদ। এদের দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ব্যবহৃত অস্ত্রটি লাইসেন্সকৃত। এটি গ্রেফতার শরীফ উদ্দীন গাজীর নামে লাইসেন্স করা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে আদালতের নির্দেশে তারা দুই দিন করে রিমান্ডে রয়েছেন। সূত্র জানায়, আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। এ নিয়ে অন্যপক্ষ বাধা দিতে গেলে অপহরণ ও গুলির ঘটনা ঘটে। জমি নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে গত রবিবার দুপুর ২টার দিকে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অন্যপক্ষের এক ব্যক্তি পেছন থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের একটি প্রাইভেট কার বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানের সামনে গিয়ে থামে। এ সময় গাড়ি থেকে কয়েকজন বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তুলে সামনে চলে যান। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। তার হাতে একটি পিস্তল রয়েছে। তিনি পিস্তল উঁচু করে একাধিক ফাঁকা গুলি ছুড়ে গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন।

সর্বশেষ খবর