বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

কুকি-চিনে ব্যাহত হচ্ছে পাহাড়ের উন্নয়ন

চবি প্রতিনিধি

কুকি-চিনের অস্থিতিশীলতায় পাহাড়ের উন্নয়নপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এ অস্থিতিশীলতার পেছনে কাজ করছে আন্তর্জাতিক ইন্ধন। যার পেছনে রয়েছে ঐতিহাসিক ও ভূরাজনৈতিক কারণ। ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র-যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। গতকাল দুপুরে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজের (সিসিআরএসবিডি) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তন্ময়ী হাসানের সঞ্চালনায় ধারণাপত্র তুলে ধরেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. মাহফুজ পারভেজ। চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে। এ ছাড়া প্যানেল আলোচক ছিলেন মানিকছড়ি মং রাজবাড়ির রাজকুমার সুই চিং প্রু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর