বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে এসি বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় বিকট শব্দে এসি বিস্ফোরিত হলে নারী, শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রকসি আক্তার (২০), তার বোন ফুতু আক্তার (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আবদুল মান্নান (৬০)। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডিউটিরত চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে আয়ানের শরীরের ৭০ শতাংশ, রকসির ও ফুতুর ৫৫ শতাংশ ও আবদুল মান্নানের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা যায়, রকসির ব্রেইন টিউমার হয়েছিল।

চিকিৎসার জন্য চলতি মাসের ১ জুন তারা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। ভাটারার একটি ভবনের নিচ তলায় ভাড়ায় উঠেন। ৬ জুন রকসির অপারেশন হয়। গতকাল সন্ধ্যায় ওই বাসার এসি বিস্ফোরণ ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর