মৃত্যুফাঁদ হয়ে উঠেছে চট্টগ্রাম শহরের খাল ও নালাগুলো। নিরাপত্তাবেষ্টনী না থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রাণহানিও হচ্ছে একের পর এক। গত চার বছরে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে বাড়ছে শঙ্কা। তবে খাল-নালায় পড়ে মৃত্যু বা নিখোঁজের তালিকা নেই কোনো সংস্থার কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরে মোট ১৬১ কিলোমিটারের ছোট-বড় ৫৭টি খাল আছে এবং ৭৬৫ কিলোমিটার…