বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

চার বন্ধু মিলে রেললাইনের ওপর বসে টিকটক করছিলেন, এমন সময় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান এক বন্ধু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুণ্ডা জামতলা নামক স্থানে। নিহত শিক্ষার্থীর নাম লাবিব শেখ (১৭)। তিনি শহরের টেপাখোলার লিটন শেখের ছেলে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, লাবিব তার তিন বন্ধু মিলে দুটি মোটরসাইকেলযোগে শহরের বাখুণ্ডা এলাকায় ঘুরতে যান। পরে তারা জামতলা নামক স্থানে রেললাইনের ওপর মোবাইল ফোনে টিকটক করার ভিডিও ধারণ করছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে চলে এলে তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান। লাবিব শেখ এ বছরই ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছেন। তিনি তার বাবার একমাত্র ছেলে। সবেমাত্র একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।

ফরিদপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাইনউদ্দিন আহমেদ মানু জানান, লাবিব সবেমাত্র জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবার কান্না থামছেই না।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ছেলেটি টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে মারা গেছে। তবে তারা একসঙ্গে চারজন ছিল। অন্যরা সবাই ট্রেন আসার আগেই সরে যান। বিষয়টি নিয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ কাজ করছে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি সোমনাথ বসু জানান, ঘটনার সময় নিহত ব্যক্তিসহ চারজন রেললাইনে টিকটক করছিলেন বলে জানতে পেরেছি। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার পথে তিনজন রেললাইন থেকে দ্রুত সরে যেতে পারলেও লাবিব নামের ছেলেটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর