বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

গার্মেন্টের ঝুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকার গার্টেক্স গার্মেন্টের একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত হয়নি ফায়ার সার্ভিস।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা গুদামটি প্রায় ২০০ ফুট প্রস্থ ও ২৫০ ফুট দৈর্ঘ্যরে। গুদামে পর্যাপ্ত মালামাল ছিল। এ ছাড়া গুদামটির ওপরের টিন শেড লোহার এঙ্গেলসহ ভেঙে পড়েছে। আগুনের ধোঁয়ায় ধূসর হয়ে যায় পুরো এলাকা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম এ মালেক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর