বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

বাড়ি কিনে ছাত্রলীগের রোষানলে প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর চৌকিদেখিতে দুই তলা বাড়ি কিনে ছাত্রলীগের রোষানলে পড়েছেন মো. জিলু হক তাজ নামের এক যুক্তরাজ্য প্রবাসী। ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ে একদল সন্ত্রাসী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে বাড়ির চাবি তাদের কাছে দিয়ে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে তারা। গতকাল দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউজারি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী মো. জিলু হক তাজ। লিখিত বক্তব্যে জিলু হক জানান, কয়েক মাস আগে চৌকিদেখির রংধনু আবাসিক এলাকার ৪৩/১ নম্বর বাড়িটি ১৫ শতক ভূমিসহ ক্রয় করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর